রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করে মন্ত্রী নিজেই বিদেশ সফরে গেলেন। ২৮ জুলাই তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্য সপরিবারে রওনা করেন। ৪ আগস্ট তিনি দেশে ফিরবেন।
এর আগে, মন্ত্রী জাহেদ মালেক দেশে নাকি দেশের বাইরে সেটা নিয়ে ধোয়াশা তৈরি হয়। তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছিলেন, মন্ত্রী বন্যাদুর্গতদের সাহায্যার্থে তার নির্বাচনি এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন।
পরে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. ওয়াহাদুর রহমানের সই করা মন্ত্রণালয়ের সময়সূচির বিজ্ঞপ্তিতে দেখা যায়, মন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন।
বিজ্ঞপ্তিতে আরও লেখা আছে, মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী শাবানা মালেক এবং মেয়ে সাদেকা মালেকও ওই সফরে থাকছেন। তাদের জন্য ২৭ জুলাই থেকে দ্য ওয়েস্টিন কুয়ালালামপুর হোটেলে কক্ষ বুক করাও হয়েছে।
ডেঙ্গুর এই ভয়াবহতার মধ্যে মন্ত্রী বিদেশ সফর নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন অনেকেই।
Leave a reply