ডেঙ্গু রোগে আক্রান্ত আরও দু’জনের মৃত্যু হয়েছে রাজধানীতে। বুধবার রাতে মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কোহিনুর বেগম নীলা নামে পুলিশের এক এসআই। তার সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। আরেকজনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে।
এসআই কোহিনুরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাতে সিটি হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি। রাজারবাগ পুলিশ লাইনে সকাল সাড়ে ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। কোহিনূর বেগমের দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজারবাগ হাসপাতালে ১৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুলিশ সদস্য ৭৩ জন। ঢাকা মেডিকেলে মারা যাওয়া যুবকের নাম রবিউল ইসলাম রাব্বি।
ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে এখন পর্যন্ত মোট ১১ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। বাস্তবতা ভিন্ন হলেও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে ডেঙ্গু রোগে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
Leave a reply