চারটি বিদেশি কোম্পানি থেকে মশার ওষুধ আমদানি করতে চায় সিটি করপোরেশন। ২৪-৭২ ঘণ্টার মধ্যে ওষুধ আনার জন্য সময় চেয়ে হাইকোর্টে আবেদন করবেন তারা। বিশেষ বিমানে মশার ওষুধের নমুনা আজই আসবে বলে এরইমধ্যে হাইকোর্টকে জানিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।
জানা যায়, ডেঙ্গুজ্বরের জীবাণুবাহক এডিস মশা নিধনে অকার্যকর ওষুধ ক্রয়ে রাজধানীর দুই সিটির শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় বলে অভিযোগ উঠেছে।
দেড় দশক আগে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে প্রভাবশালীদের আশীর্বাদপুষ্ট একটি সিন্ডিকেট মশার ওষুধের মূল্যের ৫০ শতাংশ কমে দরপত্র জমা দিয়ে কাজ বাগিয়ে নেয়।
তবে ২০১৮ সালে ওষুধের মান পরীক্ষা করা হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে। আশ্চর্যজনক হল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কালো তালিকাভুক্ত করলেও প্রতিষ্ঠানটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওষুধ সরবরাহ অব্যাহত রেখেছে।
Leave a reply