জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের সদর উপজেলার সগুনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত জাহিদুল ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বর ঠেকাতে বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করছিল জাহিদুল। এসময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়লে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট সদর হাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Leave a reply