যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে বিশ্বব্যাপী মানুষদেরকে সতর্ক করেছে বিখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রের ওহিও এবং টেক্সাসে বন্দুক হামলায় ৩১ জন নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সতর্ক বার্তা আসল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেওয়া হয়।
সংস্থাটি বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ভ্রমণকারীদের সর্বদা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাসহ আগ্নেয়াস্ত্রের ব্যাপারে সতর্ক হওয়া উচিত।
যুক্তরাষ্ট্র সরকারেরও উচিত ভ্রমণকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং ভ্রমণ যেন সংকটমুক্ত হয় সে চেষ্টা করা।’
এর আগে রোববার স্থানীয় সময় রাত সোয়া একটায় ওহিও রাজ্যের ডেটন এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর কয়েকঘণ্টা আগে তথা শনিবার সকালে টেক্সাস রাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে আরেক বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন৷ টেক্সাস পুলিশ জানায়, এ হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছেন৷
Leave a reply