পুরান ঢাকার লালবাগের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণের পর এ কমিটি গঠন করা হয়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দীলিপ কুমার ঘোষকে কমিটির প্রধান করা হয়েছে। সহকারী পরিচালক (এডি) আব্দুল হালিম এবং উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাসকে কমিটির সদস্য করা হয়েছে।
কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছে।
পুরান ঢাকার লালবাগে বুধবার রাতে পোস্তা প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের দীর্ঘ চেষ্টার পর রাত দেড়টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Leave a reply