গুজব রটিয়ে সালমানকে বিয়ে করতে চান জারিন

|

বলিউডের ভাই সালমান খান পঞ্চাশ বছর পার করলেও এখনও বিয়ে করেন নি। এই সুপারস্টার বিয়ে নিয়ে জল্পনা কল্পনাও গুজবও অনেক। এবার গুজব রটিয়ে ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খানকে বিয়ে করতে চান বলিউডের নায়িকা জারিন খান! এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

বলিউড ভাইজানের ‘বীর’ ও ‘যুবরাজ’ সহ-অভিনেত্রী জারিন খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জারিন খানকে জিজ্ঞেস করা হয়- সালমান খান, করণ সিং গ্রোভার ও গৌতম রোদের মধ্যে কাকে তিনি মারতে চান, কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান? আর কাকেই বা বিয়ে করতে চান?

অভিনেত্রী জারিন খান বলেন, ‘আমি কাউকেই মারতে চাই না। আবার বিয়েতেও বিশ্বাস করি না। আমার মতে, বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, তবে বর্তমানে এটি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। সালমান ও আমাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ুক যাতে করে সালমান আমাকে বিয়ে করেন।

জারিন খানকে সর্বশেষ ‘আকসার টু’, ‘হেট স্টোরি থ্রি’ ও ‘১৯২১’ ছবিতে দেখা গিয়েছিল। অপরদিকে সালমান খান এখন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply