জাকির সীমা লঙ্ঘন করেছেন: মাহাথির

|

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, রাজনীতি আর জাতিগত স্পর্শকাতর বিষয়ে কথা বলে জাকির নায়েক সীমালঙ্ঘন করেছেন।

আজ রোববার কুয়ালালামপুরে একটি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মাহাথির আরও বলেন, ‘আমি জানি না তাকে কে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে। তবে যে-ই দিয়ে থাকুক, যারা মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে আছেন তাদের উচিত হবে না এখানকার রাজনীতিতে জড়ানো।’

মাহাথির বলেন, ধর্মীয় শিক্ষকরা ধর্মীয় বিষয়াদি প্রচার করে থাকেন। কিন্তু তিনি তা করছেন না। চীনাদেরকে চীনে আর ভারতীয়দেরকে ভারতে ফেরত পাঠানোর কথা বলেছেন তিনি। এটা তো রাজনীতি।’

মালয়েশিয়া একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিগত স্পর্শকাতর ইস্যুতে কথা বলায় দেশটির বেশ কয়েকটি প্রদেশে জাকির নায়েকের প্রকাশ্য বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে।

মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি যদি ধর্ম সম্পর্কে বলতে চান, চালিয়ে যান। এটার অনুমতি আছে। আমরা এটা থেকে তাকে বিরত থাকতে বলবো না। কিন্তু এটা স্পষ্টই মনে হচ্ছে যে, তিনি মালয়েশিয়ার জাতিগত রাজনীতিতে তিনি আগ্রহী। তিনি জাতিগত সেন্টিমেন্ট জাগিয়ে তুলছেন। এটা খারাপ।’

মাহাথির বলেন, এসব বিষয় পুলিশ তদন্ত করছে। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply