ঢাকার মগবাজার এলাকায় বিটিসিএলের ফাইবার অপটিক্যাল লাইনের একটি একটি কেবল কাটা পড়ে প্রায় ষোল ঘণ্টা বিকল ছিল দেশের বিভিন্ন অংশের কয়েক লাখ ফোন। তবে সংস্কার শেষে বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানায় বিটিসিএল।
বৃহস্পতিবার মধ্যরাতে মগবাজার দিলু রোডে এলাকায় সিটি করপোরেশনের সংস্কার কাজের সময় টেলিফোনের কেবলটি কাটা পড়ে। কেবলটি বিটিসিএলের গুরুত্বপূর্ণ লাইন হওয়ায় বিকল হয়ে যায় সারাদেশের প্রায় নয় লাখ ল্যান্ড ফোন। এতে ভোগান্তিতে পড়েন লাখ লাখ গ্রাহক। তবে সকাল থেকে মেরামতের কাজ শুরু হয়। প্রায় ষোল ঘণ্টা পর লাইনটি স্বাভাবিক করতে সমর্থ হয় বিটিসিএল।
যমুনা অনলাইন- এফআর।
Leave a reply