এবার প্রধানমন্ত্রীর সাক্ষাত পাওয়ার অপেক্ষায় অবস্থান নিয়েছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।
বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে বাধার মুখে পড়েন শিক্ষকরা।পরে প্রেসক্লাবের সামনে ফুটপাতে অবস্থান নিয়ে আন্দোলনকারিরা জানান, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি দাওয়া তুলে ধরবেন। তাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তাদের হতাশ করবেন না। দীর্ঘ আন্দোলনের ফলে এমপিওভুক্তি শুরু হলেও তা নিয়ে চলছে ষড়যন্ত্র। নতুন নীতিমালাতে শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্তি চান না। দাবি মানা না পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলতে থাকবে বলেও জানায় তারা।
Leave a reply