জামালপুরে এক গৃহবধুকে গণধর্ষণ ও তার স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ অপমৃত্যুর মামলা নিলেও হত্যা ও ধর্ষণ মামলা না নেয়ায় বিষয়টি আলোচনায় আসে।
নির্যাতনের শিকার ওই গৃহবধু জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশি ছানোয়ার, শাওন ও রফিজ উদ্দিন জোর করে ধরে নিয়ে যায় তাকে। পরে তাকে গাছের সাথে বেঁধে মারধরও করে।
তাকে ছানোয়ারের বাড়িতে আটকে রেখে তার স্বামীকে ডেকে মারধর করে হত্যার অভিযোগ ওই নারীর। এরপর তার স্বামীর মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টাও করে অভিযুক্তরা।
এ ঘটনায় পুলিশ হত্যা ও ধর্ষণের মামলা না নিলেও একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Leave a reply