প্রতিনিয়তই বাড়ছে তথ্যপ্রযুক্তি খাতের পরিধি সে সঙ্গে বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। দেশে প্রতি মাসেই বাড়ছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। সে ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছিল, বছর শেষে দেশে ইন্টারনেট সংযোগ সংখ্যা ১০ কোটি পেরিয়ে যাবে।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রকাশ করেছে প্রতি মাসের গ্রাহক সংখ্যার হিসাব। এতে দেখা যাচ্ছে, নভেম্বর মাসের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৯ কোটি ৯০ লাখের কিছু বেশি। অক্টোবরের শেষে এ অঙ্ক ছিল ৯ কোটি ৯৫ লাখ ৭০ হাজার। পরিসংখ্যান বলছে, মাস ব্যবধানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের সংখ্যা এক হাজার বাড়লেও মোবাইল ইন্টারনেটের সংখ্যা কমেছে ৪ লাখ ৭৮ হাজার। একইভাবে ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ৩৮ হাজার থেকে নেমে ৫ হাজারে ঠেকেছে। তবে ফিক্সড ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা এক হাজার বেড়ে ৫৭ লাখ ৩৯ হাজার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যান্য সংযোগে কমলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বাড়াটা প্রত্যাশিত খাত। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার নতুন এনটিটিএন লাইসেন্স দেয়া এবং এ পরিস্থিতিতে আইএসপি প্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগ করায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বাড়ছে।
ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বাড়ার প্রবণতাটি ইতিবাচক। কেননা ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত উৎপাদন কাজেই বেশি ব্যবহৃত হয়, বলছেন খাত সংশ্লিষ্টরা।
এদিকে ইন্টারনেট সংযোগে ভাটার টান থাকলেও নভেম্বর মাসে মোবাইল সংযোগ বেড়েছে ৬ লাখ ৬২ হাজার। চাপে থেকেও সংযোগ বাড়ছে গ্রামীণফোনের। নভেম্বরে তাদের নেটওয়ার্কে যুক্ত হয়েছে ৪৮ হাজার নতুন গ্রাহক। এতে সর্বশেষ হিসাবে তাদের সংযোগ ৭ কোটি ৬১ লাখ ১৫ হাজার হয়েছে। শেষ হওয়া মাসে রবি পেয়েছে ৩ লাখ ৯৩ হাজার নতুন সংযোগ। তারা এখন আছে ৪ কোটি ৮৭ লাখে। বাংলালিংক নতুন ৬৩ হাজার সংযোগ পেয়ে হয়েছে ৩ কোটি ৫১ লাখ ১২ হাজার। এ মাসে টেলিটক দেড় লাখ নতুন গ্রাহক পেয়েছে। ফলে তারা পৌঁছেছে ৪৮ লাখ ৬২ হাজারে।
Leave a reply