যুক্তরাষ্ট্র-চীন টানাপোড়েনের মধ্যে এবার গুরুত্বপূর্ণ তিনটি মার্কিন গণমাধ্যমের রিপোর্টারদের বহিষ্কার করলো বেইজিং। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে আসে এ ঘোষণা।
বলা হয়, দেশটিতে কর্মরত মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশ করা যাবে না।
একইসাথে ভয়েস অব আমেরিকা ও টাইম ম্যাগাজিনকে তাদের কার্যক্রমের বিস্তারিত চীনা সরকারকে অবহিত করতে হবে। বলা হয়েছে, যেসব সংবাদকর্মীর ওয়ার্ক পারমিট ২০২০ সালে শেষ হবে তাদের চার কর্মদিবসের মধ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে। আর ১০ দিনের মধ্যে হস্তান্তর করতে হবে প্রেসকার্ড।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পাঁচটি গণমাধ্যমের কর্মীসংখ্যা সীমিত করার কয়েক সপ্তাহ পরই এলো সিদ্ধান্তটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, বর্তমানে করোনাভাইরাস মোকাবেলায় যাবতীয় তথ্য প্রকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেকারণে চীনে গণমাধ্যমকর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত দুঃখজনক। এরফলে অনেক কিছুই বর্হিবিশ্বকে জানাতে পারবে না যুক্তরাষ্ট্র।
তিনি দেশটির প্রতি অনুরোধ করেছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য।
Leave a reply