করোনাভাইরাসের সংক্রমণের সময়ে চিকিৎসক ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশাজীবীদের সুরক্ষার প্রশ্নে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই’র কথা। পিপিই ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
– পিপিই কখনোই হাসপাতালের বাইরে নেয়া যাবে না।
– পিপিই দিয়ে শরীরের সব অংশ ঢেকে রাখতে হবে।
– দুই জন একসাথে পিপিই পড়বেন। এক্ষেত্রে একজন আরেকজনের উপর নজর রাখতে পারবেন।
– একজন ডাক্তার ডিউটি করার সময় অন্যদের নজর রাখা উচিত যেন অসতর্কতায় কোনো লিকেজ তৈরি না হয়।
– করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ডাক্তারকে খুবই সতর্কভাবে সাধারণ রোগীর কাছে যেতে হবে নয়তো সংক্রমিত হবার সম্ভাবনা থাকে।
– পিপিই খুলে ফেলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ঢাকনা দেয়া নির্দিষ্ট বিনে রাখুন পিপিই।
– পিপিই খোলার পরপরই গোসল করে নতুন কাপড় পড়ুন।
Leave a reply