সাংবাদিক মাইকেল উলফের সদ্য প্রকাশিত বইয়ে তার মানসিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ধারাবাহিক বেশ কয়েকটি টুইট বার্তায় নিজেকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ এবং ‘সুস্থির প্রতিভাবান’ ব্যক্তি হিসেবে দাবি করেন তিনি। শুক্রবার বিক্রি শুরু হওয়া ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ বইটিতে, ট্রাম্প প্রশাসনের গেল এক বছরের অনেক গোপন তথ্য তুলে ধরা হয়। উঠে আসে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের পছন্দ-অপছন্দের নানা বিষয়। লেখকের দাবি, ট্রাম্পকে বেপরোয়া শিশু হিসেবে দেখতেন সহকর্মীরা। এ ব্যাপারে ট্রাম্প বলেন, ‘সফল ব্যবসায়ী থেকে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ও মার্কিন প্রেসিডেন্ট হওয়ার তার যাত্রাপথই তার মেধার উজ্জ্বল প্রমাণ। পরে, মেরিল্যান্ডের এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, তার সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে বইটি লেখেননি উলফ।
Leave a reply