দিন যতই যাচ্ছে; সারাদেশে ততই কমছে শারীরিক দূরত্ব নির্দেশনা না মানার প্রবণতা।
করোনার ছুটি আর রমজানের মধ্যে জেলা শহর ও গ্রামের সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। খুলছে দোকানপাট। সড়ক কিংবা অলিতেগলিতে বেড়েছে জনসমাগম। আগের মতো নেই পুলিশি তল্লাশিও। সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের প্রবণতাও কমেছে। কেউ দৈনন্দিন কাজে; আবার খেটে-খাওয়া শ্রমজীবীরা বের হচ্ছেন রোজগারের আশায়। অযথা বাড়ির বাইরে বেরও হচ্ছেন অনেকে।
এদিকে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হলেও, রাজধানীতে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। অনেকটা পুরনো চেহারাতেই ফিরছে রাস্তাঘাট।
শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ির চলাচল বেড়েছে। পণ্যবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশার পাশাপাশি, ব্যক্তিগত গাড়ির উপস্থিতি অনেক বেশি। কিছু এলাকায় রীতিমতো যানজট লেগে যায়। বাইরে বের হওয়া মানুষের মধ্যে শারীরিক দূরত্ব মেনে চলার ব্যাপারে উদাসীনতাও চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে, মাস্ক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, করোনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজও দীর্ঘ লাইন দেখা গেছে। কয়েকশ’ মানুষ নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করলেও, নেই নিরাপদ দূরত্ব রক্ষার বালাই। প্রায় সড়কের ওপর চলে গেছে এসব মানুষের সারি।
Leave a reply