মহাসড়কে ভ্যান-পিকআপে যাত্রী পরিবহন, গলাকাটা ভাড়া

|

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হবে আজ সকাল ১১টায়। ভোর থেকে ইজতেমা ময়দানের দিকে ঢল নেমেছে যাত্রীদের। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। রাজধানীর খিলক্ষেত থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গণপরিবহন বন্ধ করা হয়েছে গত মধ্যরাত থেকে। এ সুযোগে মহাসড়কে পিকআপ, ভ্যান, এমনকি রিক্সা নিয়েও নেমে পড়েছেন অনেকে। আদায় করছেন গলাকাটা ভাড়া।

খিলক্ষেত থেকে কুড়িল ২০ টাকা, মহাখালী ১০০ টাকা, শ্যাওড়া থেকে বিমানবন্দর ৭০- ১০০ টাকা এভাবে ভাড়া আদায় করছে ভ্যানগুলো। আর পিকআপ ভ্যানও নিচ্ছে সর্বনিম্ন ৫০ টাকা। গাড়ি না পেয়ে অফিস-যাত্রীরা এগুলোতে উঠছেন।

ভ্যান চালক আউয়াল জানান, তিনি মালামাল বহন করেন। আজ যাত্রী বহন করছেন। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত হাজার খানেক টাকা তার রোজগার হয়েছে বলেও জানান। যদিও পুলিশ হয়রানি করছে বলে তার অভিযোগ।

আরেক ভ্যান চালক নাজমুল ইসলাম সাধারণত কাওরানবাজার এলাকায় সবজি বহন করেন। আজ ইজতেমার কারণে মহাখালী ডাইভারশন রোডে পুলিশের চোখ ফাকি দিয়ে যাত্রী বহন করছেন।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply