আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই হংকং নিরাপত্তা আইন পাস করলো চীন। মঙ্গলবার বেইজিংয়ে কেন্দ্রীয় পার্লামেন্টে পাস হয় আইনটি; যার বিস্তারিত প্রকাশ করবে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
চীনা শাসনভুক্ত হংকংয়ের বাসিন্দারা ২৩ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন দেখতে যাচ্ছে। যার ফলে কঠোর বিধিনিষেধ নেমে আসতে পারে, বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত অঞ্চলটিতে নাগরিকদের জীবনযাত্রায়। সর্বোচ্চ শাস্তির তালিকায় যুক্ত হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। চীনা শাসনের বিরুদ্ধে গেল এক বছরে নজিরবিহীন বিক্ষোভ হয় হংকংয়ে। এর ধারাবাহিকতায় প্রশাসনিক নির্দেশ অমান্য, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং বিদেশি সেনা হস্তক্ষেপ রুখতে এ আইন পাস করলো বেইজিং।
আইন পাস করার পর হংকং’র প্রধান নির্বাহী ক্যারি লাম বলেন, “কোনো নিষেধাজ্ঞার ভয় পাই না। প্রয়োজনে পাল্টা জবাব দিতে মানসিক প্রস্তুতি আছে। বিদেশি কূটনীতির প্রশ্নে কেন্দ্রীয় সরকার এবং হংকং প্রশাসনের সিদ্ধান্ত শেষ কথা। হংকংকে সুরক্ষিত রাখতেও তৎপর আমরা।”
এদিকে, স্বায়ত্তশাসন প্রশ্নে চাপের মধ্যেই হংকংয়ে অস্ত্র রফতানি বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
টিবিজেড/
Leave a reply