আসামে দু’য়ের বেশি সন্তান থাকলে সরকারি সুবিধা মিলবে না

|

ভারতের আসামে দুইয়ের বেশি সন্তান থাকলে ভবিষ্যতে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। রাজ্য সরকার দুই সন্তান নীতি কার্যকরের দিকেই এগোচ্ছে বলে শনিবার জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ভারত সরকারের বাস যোজনা বা বিনামূল্যে স্কুল কলেজে ভর্তির মতো কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে আমরা দুই সন্তান নীতি কার্যকর করতে পারবো না। কিন্তু আসাম সরকারের প্রকল্পগুলোতে এই নীতি চালু হবে। ধীরে ধীরে রাজ্য সরকারের সব প্রকল্পেই জনসংখ্যা নিয়ন্ত্রণের এই নীতি বাস্তবায়ন করা হবে।
তবে চা শ্রমিকদের ক্ষেত্রে এ আইন কার্যকর করা হবে না।

আসাম পঞ্চায়েত আইন ২০১৮ অনুসারে, যারা পঞ্চায়েত ভোটে প্রার্থী হবেন তাদের দু’য়ের বেশি সন্তান থাকলে চলবে না। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তাকতে হবে। প্রার্থীর বাড়িতে শৌচাগার থাকাও বাধ্যতামূলক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply