সাত পাকিস্তানি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

|

সাত পাকিস্তানি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে দাবি, ওই প্রতিষ্ঠানগুলো পারমাণবিক বাণিজ্যে জড়িত, যা মার্কিনিদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক স্বার্থের পরিপন্থী।

পাকিস্তানের গণ মাধ্যম দ্য ডন-এ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞার তালিকাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের শিল্প ও নিরাপত্তা ব্যুরো। তারা বলেছে, “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অথবা বৈদেশিক স্বার্থের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিংবা জড়িত থাকার সমূহ সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে।”

মোট ২৩টি কোম্পানিকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে পাকিস্তান ছাড়াও দক্ষিণ সুদানের ১৫টি ও সিঙ্গাপুরের একটি কোম্পানি রয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সাতটি কোম্পানির মধ্যে রয়েছে মুশকো লজিস্টিক (প্রাঃ) লিমিটেড, সিঙ্গাপুর; মুশকো ইলেকট্রনিক্স (প্রাঃ) লিমিটেড, পাকিস্তান; সল্যুশন ইঞ্জিনিয়ারিং, পাকিস্তান; আক্তার অ্যান্ড মুনির, প্রফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পারভেজ কমার্শিয়াল ট্রেডিং কোং; মেরিন সিস্টেমস (প্রাঃ) লিমিটেড; ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় পাকিস্তানের নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের (এনএসজি) সদস্য হওয়ার  ইচ্ছায় বাধা পড়তে পারে।

ভারত ও পাকিস্তান উভয়েই এনএসজি-এর সদস্য পদ লাভে আবেদন করেছে। কিন্তু এখন অবধি কোনো দেশই এর সদস্য পদ পায়নি।

মার্কিন এই নিষেধাজ্ঞার বিষয়ে ভারত এখন অবধি কোনো মন্তব্য করেনি।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply