ইয়েমেন উপকূলের এডেন উপসাগরে একটি ভাসমান লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। খবরে বলা হয়, বিস্ফোরকবাহী হুথিদের তৈরি ড্রোনবোট ও স্পিডবোটের বিরুদ্ধে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পরীক্ষা চালায় তারা।
ইউএস নেভি এক টুইট বার্তায় জানিয়েছে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নেভাল শিপ ইউএসএস-পোর্টল্যান্ড এডেন উপসাগরে একটি ভাসমান লক্ষ্যবস্তুতে লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা।
মার্কিন পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানায়, লেজার সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে ২০২০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের একটি নেভাল শিপ থেকে লেজার ব্যবহার করে ড্রোন ভূপাতিত করছিল।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা দখল করার পর থেকেই সেখানে যুদ্ধ চলছে। ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হামলা চালালে পরিস্থিতি আরও জটিল ভয়াবহ হয়ে ওঠে। ধারণা করা হয়, চলমান সংঘাতে দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ এ পর্যন্ত নিহত হয়েছেন।
যুদ্ধ চলছে ইয়েমেনের সমুদ্রসীমায়ও। বিশেষ করে রেড সি ও বাব এল-মান্দেব প্রণালীতে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের এক গুরুত্বপূর্ণ রুট। এ প্রণালীতে হুথিরা ড্রোন বোট মোতায়েন করেছে। যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাঠিয়ে বিস্ফোরণ ঘটানো যায়। কূটনীতিক মহলে জোর গুঞ্জন, তেহরানের সহায়তায় এ ধরনের ড্রোন বোট তৈরি করেছে হুথিরা।
যদিও এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করে এসেছে ইরান।
/এসএইচ
Leave a reply