মেহেরপুরে একটি ইটভাটারও নেই ছাড়পত্র

|

মেহেরপুরের ইটভাটাগুলো সবই চলছে অবৈধভাবে। পরিবেশ অধিদফতর থেকে মেহেরপুরের একটি ইটভাটাকেও দেওয়া হয়নি ছাড়পত্র। তবে অবৈধ হলেও এ খাত থেকে কোটি কোটি টাকার কর ও ভ্যাট আদায় করছে প্রশাসন।

কৃষিনির্ভর জেলা মেহেরপুরে খাতাকলমে ইটভাটার সংখ্যা ১০৩টি। যার বেশিরভাগই গড়ে উঠেছে জমির ভেতরে বা আশপাশে। আবাদি জমি আর গাছ নষ্ট করে চলছে ইট তৈরির কাজ। ফসলের ক্ষতি হওয়ায় এ নিয়ে ক্ষুব্ধ কৃষকরা।

অবৈধ ভাটা উচ্ছেদে প্রশাসনের অভিযান স্বত্বেও কিছুদিন পর আবার সেই পুরানো চিত্র। এতকিছুর পর কীভাবে চলছে শতাধিক ভাটা? জানতে গেলে হামলার শিকার হতে হয় প্রতিবেদককে।

মূলত মেহেরপুরের কোনো ইটভাটারই নেই পরিবেশগত ছাড়পত্র। অথচ গত অর্থবছরে এসব ইটভাটা থেকে ৪ কোটি সাড়ে ৬৩ লাখ টাকা কর আদায় হয়েছে। পরিবেশ অধিদফতরের নীতিমালা শিথিল করে ছাড়পত্রের দাবি জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম রসুলের।

এদিকে কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান জানালেন, আবারও অবৈধ ইটভাটার তালিকা করে এ মৌসুমে জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে উচ্ছেদের জন্য। তবে লোক দেখানো অভিযানের বদলে পরিবেশের জন্য ক্ষতিকর ভাটা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রযুক্তি খাতে বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে প্রতিবেদনটি পড়ুন এই লিংকে। মানুষের চাকরি যাচ্ছে যন্ত্রের দখলে, কতটা প্রস্তুত বাংলাদেশ?

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply