স্বীকৃতি আদায়ে তালেবানকে যে পরিবর্তন আনতে বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

|

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি: সংগৃহীত।

গত বছর আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সেনা সরিয়ে নেয়ার পরই তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে ক্ষমতায় আসে তালেবান। তবে এখনও তাদের মেলেনি কোনো আন্তর্জাতিক স্বীকৃতি। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি পেতে হলে তালেবানের দৃষ্টিভঙ্গি ও নীতিতে পরিবর্তন আনা উচিত।

নতুন বছরে যেসব বিষয় যুক্তরাষ্ট্রের কর্মসূচিতে প্রাধান্য পাবে সেগুলো নিয়ে আলাপচারিতায় ব্লিংকেন আরও বলেন, আফগানিস্তানে অর্থ সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অর্থ তালেবান লেনদেন করতে পারবে না।

তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তালেবানকে স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কালো তালিকা থেকে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের নাম সরানোর পর আন্তর্জাতিক মহলের সম্মতি নিয়েই তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়া হবে।

আরও পড়ুন: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ; ৩ দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

এদিকে তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানী জানান, কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিলো কি না সেটি নিয়ে তাদের মাথাব্যথা নেই। বরং তালেবানের স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক মহল বেশি চিন্তিত।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply