রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কী?

|

কী হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ? রাশিয়ার ইউক্রেন বিজয় কিংবা প্রেসিডেন্ট পুতিনের পতন, কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, যুদ্ধ হতে পারে দীর্ঘমেয়াদী যার ফলাফল হবে ভয়াবহ। দুই দেশের গণ্ডি পেড়িয়ে গোটা ইউরোপে ছড়িয়ে যাবে যুদ্ধ, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ।

দ্বিতীয় সপ্তাহেও চলছে ইউক্রেনে রুশ আগ্রাসন। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর সামনে তীব্র প্রতিরোধ ইউক্রেনের। দুই দেশের এ লড়াইয়ে প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানী, আপাতত নেই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা।

শেষ পর্যন্ত পুতিনের বিজয় হবে নাকি নিজ দেশ রক্ষা করতে পারবেন জেলেনস্কি? বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে বিশ্লেষকেরা দেখছেন পাঁচ সম্ভাবনা।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া আরও ভয়ঙ্কর সামরিক হামলা চালালে শিগগিরই দখলে নিতে পারবে ইউক্রেন। তবে, রাশিয়া নিয়ন্ত্রিত সরকার ইউক্রেনের ক্ষমতায় গেলে রয়েছে বিদ্রোহের আশঙ্কা। আর তাই, আবারও হতে পারে সংঘাত, বাধতে পারে গৃহযুদ্ধও।

তবে, পরিস্থিতি বিবেচনায় যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কাই বেশি। রাশিয়ার পর ইউরোপের সবচেয়ে বড় দেশ ইউক্রেন। তাই অনেকের মত, পুতিনের জন্য দেশটির ক্ষমতা দখল এত সহজ হবে না। গোটা ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। সোভিয়েত ইউনিয়নভুক্ত সাবেক কোনো দেশ কিংবা ন্যাটোভুক্ত বাল্টিক দেশের কোনো একটিতে পুতিন হামলা চালালে যুদ্ধে জড়িয়ে যেতে পারে ন্যাটোভুক্ত দেশগুলো।

এদিকে নিজ দেশে যুদ্ধ বিরোধী বিক্ষোভের মুখে পড়েছেন পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞায় বাড়ছে অর্থনৈতিক চাপও। এ কারণে দ্রুত সফলতা না পেলে পুতিনের পতন ঘটার সম্ভাবনা দেখছেন অনেকে। সমাধান হতে পারে আলোচনার মাধ্যমেও। এরইমধ্যে দুই দফায় আলোচনায় বসেছে দুই দেশের কূটনীতিকরা। আলোচনায় সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘও।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতিরেস বলেন, আলোচনার পথ সবসময়ই উন্মুক্ত। ইউক্রেনে রক্তপাত ও সংঘাত বন্ধে যেকোনো শান্তিপূর্ণ পদক্ষেপকেই আমি স্বাগত জানাই। যেসব দেশ আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে তাদের ধন্যবাদ। এ ধরনের পদক্ষেপ নিতে জাতিসংঘ সবসময়ই প্রস্তুত।

এদিকে, পুতিন বলছেন, ইউক্রেনে সব হচ্ছে তার পরিকল্পনা অনুযায়ী। আর জেলেনস্কির দাবি, কিছু এলাকা দখলে নিলেও এখনও তেমন সুবিধা করতে পারেনি রুশ সেনারা। আর তাই, যেকোনো পরিণতি হতে পারে এই যুদ্ধের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply