রাশিয়া-ইউক্রেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বৃহস্পতিবার

|

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা (বামে), তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু (মাঝখানে), রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ (ডানে)। ছবি: সংগৃহীত।

যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ে বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। আগামী বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কেই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এই বৈঠকে উপস্থিত থাকবের তুরস্কের পরাষ্ট্রমন্ত্রীও। সোমবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। খবর রয়টার্সের।

তুরস্কের আন্তালিয়াতে ওই বৈঠক হবে। সেখানে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী, এমনটিই জানিয়েছেন সের্গেই লাভরভ। এ নিয়ে এক টুইট বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্যোগ এবং আমাদের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ভিত্তিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের দিমিত্রো কুলেবা আন্তালিয়া কূটনীতি ফোরামের আমার উপস্থিতিতে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকের মাধ্যমে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ ফলাফল আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সের্গেই।

উল্লেখ্য, কৃষ্ণসাগরে ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্কের সাথে সামুদ্রিক সীমানা রয়েছেন রাশিয়া ও ইউক্রেনের। সেই সুবাদে মস্কো ও কিয়েভ উভয়ের সাথেই ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের। তাই ন্যাটো সদস্য হয়েও রাশিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেয়নি আনকারা। যদিও রাশিয়ার ইউক্রেন আক্রমণকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে দেশটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply