বাণিজ্য নীতিতে রাশিয়াকে আর ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

|

ছবি: সংগৃহীত

বাণিজ্য নীতিতে রাশিয়াকে যেরকম ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ এর মর্যাদা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১১ মার্চ) জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সভায় বাইডেন বলেন, রাশিয়াকে বাণিজ্য নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকারের অবস্থান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। খবর সিএনএনের।

ইউক্রেনে আগ্রাসন চালানোর ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান জো বাইডেন। তিনি বলেন, সর্বোচ্চ অগ্রাধিকারের মর্যাদার অর্থ হচ্ছে, দুটি দেশ একে অপরের সাথে সর্বোত্তম শর্তে বাণিজ্য করতে সম্মত হয়েছে যেমন, কম শুল্ক, বাণিজ্যে সর্বনিম্ন বাধা এবং সম্ভাব্য সর্বোচ্চ আমদানি অনুমোদন করা। তবে রাশিয়াকে বাণিজ্য নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অবস্থান থেকে সরে আসার ব্যাপারে একমত হয়েছে সবগুলো দেশ।

রাশিয়ার এই মর্যাদা ক্ষুণ্ণ করার ফলে যেসব পরিবর্তন সাধিত হবে, সে ব্যাপারেও খোলাসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা এই স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্কটিকে পিএনটিআর (পার্মানেন্ট নরমাল ট্রেড রিলেশনস) বলি। রাশিয়ার জন্য পিএনটিআর প্রত্যাহার করা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের ব্যবসা করা কঠিন হয়ে যাবে। সেই সাথে, বিশ্ব অর্থনীতির অর্ধেক জুড়ে থাকা দেশগুলোও যদি এই নীতিতে সম্মতি জানায়, তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা রাশিয়াকে আরও বেশি ভুগতে হবে।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে বাইডেন প্রশাসনের দ্বারা যেসব পদক্ষেপ আসতে পারে বলে আশা করা হচ্ছিল, তার মাঝে অন্যতম হচ্ছে রাশিয়ার মর্যাদা প্রত্যাহারের এই ঘোষণা। সেই সাথে সিএনএনকে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া থেকে অ্যালকোহল এবং সামুদ্রিক খাদ্য পণ্য যেমন, ভদকা, ক্যাভিয়ার আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: জীবাণু হামলা চালাতে পারে রাশিয়া, ইতিহাসের দোহাই দিয়ে বললেন জেলেনস্কি

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply