হজ নিয়ে আবারও অনিশ্চয়তা। গত দুই বছর বাংলাদেশ থেকে হজ করতে পারেননি কোনো মুসল্লি। এবার কি হজ পালন করতে পারবেন? সুযোগ পেলেও সেই সংখ্যা কতো? এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই কারো কাছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি সরকারের অনুমতি না মিললে বাংলাদেশের করার কিছু নেই। তবে করোনা সংক্রমণ কমে আসায় অনিশ্চয়তার মধ্যেও আশার আলো দেখছেন মুসল্লিরা।
করোনা মহামারির শুরু থেকেই হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে সৌদি সরকার। যে কারণে, স্বাভাবিক সময়ের মতো সৌদি গিয়ে হজ পালন করার সুযোগ পাচ্ছেন না মুসল্লিরা। সম্প্রতি বিশ্বজুড়েই কমছে সংক্রমণ ও মৃত্যুর হার। ফলে হজ নিয়ে আশার আলো দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে সংশয়ও যে একেবারেই নেই তা নয়। আর তাই প্রতিদিনই হজ এজেন্সিগুলোতে খবর নিচ্ছেন মুসল্লিরা।
অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তারা যদি অনুমতি দেয় তাবেই বাংলাদেশি হজযাত্রীরা যেতে পারবেন সৌদি আরব। গতবারের মতো কড়াকড়ি থাকলে এবারও হজ করতে পারবেন না বাংলাদেশিরা।
তবে ইতোমধ্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, হজ নিয়ে এখনও সৌদি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ। সৌদি সরকারের সাথে এখনও পর্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানালেন প্রতিমন্ত্রী। প্রস্তুতিমূলক কার্যক্রম রাখার ইঙ্গিত দিলেন তিনি।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশ, হাব সভাপতি মো. শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, এ বছর হয়তো অল্প সংখ্যক মুসল্লি হজে যাওয়ার অনুমতি পাবে। সে ক্ষেত্রে গত দুই বছরের সৃষ্ট জট সামাল দেয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা তো হবেই। তবে সৌদি সরকার যে পরিমাণ হজযাত্রী নেয়ার অনুমতি দেবে, সে পরিমাণই পাঠানো হবে বলেও জানালেন হাব সভাপতি।
এমন অবস্থায় হজযাত্রী এবং সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুতই করোনামুক্ত হবে বিশ্ব।
/এডব্লিউ
Leave a reply