এখনও করোনার ধাক্কা সামলে নিতে পারেননি গাজীপুরের প্রান্তিক পোল্ট্রি খামারিরা। বেড়েই চলছে পোল্ট্রি ফিড ও ওষুধের দাম। বাড়তি পরিবহন খরচের জন্যে উৎপাদন ব্যয় বাড়ছে। খামারিদের অভিযোগ, ডিম-মাংসের ন্যায্যমূল্য মিলছে না। তাই বাজার তদারকির পাশাপাশি এই শিল্প রক্ষায় প্রণোদনার দাবি জানিয়েছেন তারা।
খামারিরা বলছেন, প্রতি কেজি বয়লার মুরগি উৎপাদন খরচ ১২০ থেকে ১২৫ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩২ টাকায়। ডিমের উৎপাদন ব্যয় ৯ থেকে ১০ টাকা হলেও বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকায়। তাই লোকসানের মুখে এখন অনেকেই এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন। ক্ষতি মোকাবেলায় প্রণোদনা প্রদানের দাবিও উঠেছে।
এ নিয়ে গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম উকিল উদ্দিন বলেন, জেলায় জনবল সংকট রয়েছে। তারপরও সার্বক্ষণিক নজরদারি চালছে। খামারিদের পাশে আছেন কর্মকর্তারা।
প্রসঙ্গত, জেলায় লেয়ার খামারের সংখ্যা ৪ হাজার ১০৬টি আর বয়লার খামারের সংখ্যা ২ হাজার ৫৬৫টি।
এসজেড/
Leave a reply