ভূমিষ্ঠ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নবজাতককে মৃত ঘোষণা করেন। সন্তানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান শোকাতুর পিতা। সেখানে গোসল করানোর সময় হঠাৎই কান্না করে ওঠে নবজাতকটি।
বিস্ময় আর আনন্দের ঘোর কাটতেই তাকে নিয়ে আজিমপুর মেটারনিটিতে ছুটে যান বাবা আর স্বজনরা। নবজাতকটিকে সেখান থেকে নেয়া হয়েছে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে।
সোমবার সকালে রাজধানীতে এ ঘটনা ঘটে। মৃত ঘোষিত সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত বাবা শরিফুল ইসলাম জানান, এ আনন্দ বলে বোঝানোর নয়। সন্তানের নাম রেখেছেন মীম।
আজিমপুর কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম জানান, মৃত হিসেবে আনা নবজাতকটিকে দাফন করার আগে গোসল করাতে পাঠানো হয়। গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই বাচ্চাটি নড়েচড়ে ওঠে। এরপর আবার পানি ঢালতেই কান্না করে ওঠে।
এদিকে, মৃত ঘোষিত নবজাতকের বেচে ওঠার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply