বোরো ধানের উৎপাদন ব্যয় গত বছরের তুলনায় দ্বিগুণ

|

বছর জুড়েই বাজারে বোরো ধানের চালের চাহিদা থাকে বেশি। তাই এ মৌসুমে চাষাবাদেও থাকে বাড়তি নজর। গতবারের চেয়ে এবার নওগাঁয় আরও ভালো ফলনের আশাবাদ চাষিদের। কিন্তু উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় তারা। বিশেষ করে হাল, সেচ ও বালাই দমনে গেলোবারের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যয় হচ্ছে বলে জানাচ্ছেন চাষিরা।

রোদে পুড়ে ফসলের পরিচর্যায় দিনভর ব্যস্ত কৃষক। ধানগাছ সতেজ রাখতে দেয়া হচ্ছে সেচ। কয়দিন বাদেই দেখা মিলবে নতুন ফলন। তাই খুশি কিষান-কিষানি। তবে ভাবাচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধি। চাষিরা বলছেন, বছরের ব্যবধানে প্রতি বিঘায় অতিরিক্ত ব্যয় হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকা।

ভোক্তার চাহিদার কথা মাথায় রেখে আবাদ করা হচ্ছে উন্নত জাতের ধান। তবে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সামসুল ওয়াদুদ জানালেন, কৃষককে লাভবান করতে নানা সহযোগিতার উদ্যোগ নিয়েছেন তারা।

প্রসঙ্গত, নওগাঁয় চলতি মৌসুমে বোরো ধান আবাদ হয়েছে ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১২ লাখ মেট্রিক টন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply