ঝিনাইদহ প্রতিনিধি:
খসে পড়ছে ছাদের পলেস্তার, সেখানেই নিচে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। শঙ্কা যেকোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে। এমনই জীবনের ঝুঁকি নিয়ে চলছে ঝিনাইদহের শৈলকুপা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠদান। প্রতিষ্ঠা লগ্ন থেকে শীর্ষ ফলাফল ধরে রেখেছে এই বিদ্যালয়টি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদে দেখা দিয়েছে ফাটল। বেরিয়ে গেছে রড। জরাজীর্ণ ভবনে পাঠদানের সময় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নারী শিক্ষা উন্নয়নে ১৯৬২ সালে উপজেলা শহরের প্রাণকেন্দ্রে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনেই দীর্ঘ কয়েকযুগ ধরে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্থান সংকুলান হচ্ছে না।
বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নাজনীন নাহার বলেন, এই বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে।প্রতিষ্ঠার পর একটি দোতলা ও আরেকটি একতলার উপর টিনশেড ভবন নির্মাণ করা হয়। ১৯৯৪ সালে ফ্যাসিলিটিজ বিভাগ একটি একতলা ভবণ নির্মাণ করে। বেশ কিছু বছর ধরে ভবনটির অবস্থা খুবই নাজুক বলেও জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, জরাজীর্ণ ভবনটির পাশের ভবনে রয়েছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের কার্যালয়, শিক্ষক মিলনায়তন সেইসাথে জরাজৗর্ণ অবস্থায় লাইব্রেরি, বিজ্ঞান ল্যাবসহ স্পোর্টস অফিস ও বিজ্ঞান বিভাগের পাঠদান কক্ষ, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর বিভিন্ন পাঠদান কক্ষ।
তিনি আরও জানান, বিদ্যালয়ের প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়তে পড়তে এখন রড বের হয়ে আছে। ক্লাস রুমের ইট সরে গিয়ে দেয়াল ফাঁকা হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি চুয়ে পড়ে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় স্কুলের গুদাম ঘর ও টিনশেডে ক্লাশ চলছে। পাঠদান কক্ষে বাঁশের সাথে ফ্যান ঝুলানো রয়েছে।
উপজেলা মাধ্যমিক অফিসার শামীম আহাম্মেদ খান বলেন, বর্তমানে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় আছে। জীবনের ঝুঁকি সেইসাথে আবাসন সংকট নিয়ে শিক্ষক- শিক্ষার্থীরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই এই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি।
এসজেড/
Leave a reply