মঙ্গলবার দিবাগত রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত। বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে এই রাতটি অতিবাহিত করবেন। এদিকে, পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ২ মে বুধবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যমুনা অনলাইন: এটি
Leave a reply