ভারতে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৭ জনে

|

ভারতে বজ্রপাত ও মৌসুমী ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। শুক্রবার, দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ এ তথ্য।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর প্রদেশ ও রাজস্থান। এরমাঝে, উত্তর প্রদেশেই প্রাণ গেছে অন্তত ৭৩ জনের। বজ্রাঘাত ও গাছ ভেঙ্গে পড়ে রাজস্থানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৯ জন।

দুই প্রদেশের সরকারই নিহতদের পরিবার প্রতি ৪ লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। তেলেঙ্গানায় ঝড়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, উত্তরাখণ্ডে চার, ঝাড়খণ্ড ও পাঞ্জাবে দু’জন করে ঝড়ে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন কয়েকশ’ মানুষ।

দুর্যোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঝড়ে উপড়ে পড়েছে ১২ হাজার ৭শ’ বৈদ্যুতিক খুঁটি। বিস্ফোরিত হয়েছে দেড় হাজারের বেশি ট্রান্সফর্মার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিন বজায় থাকবে এই পরিস্থিতি।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply