করোনার পর আবার ফিরে এসেছে হাই হিলের ট্রেন্ড

|

করোনা মহামারি কাটিয়ে আবারও স্বমহিমায় ফেরত এসেছে হাই হিলের ট্রেন্ড। সামাজিক অনুষ্ঠান, অফিস আদালত চালু হওয়ায় বেড়েছে নিত্যদিনের ব্যবহার। ফলে ঘুরে দাঁড়িয়েছে এই ফ্যাশন অনুষঙ্গ ঘিরে গড়ে ওঠা ব্যবসা। পরিসংখ্যানে দেখা গেছে, মহামারি শুরুর পর বিশ্বব্যাপী এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ৫০ শতাংশ ধস নামে। তবে আগামী বছর নাগাদ সেই ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা বিশ্লেষকদের।

বিশ্বজুড়ে হাই-হিল নারীদের ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ব্যাপক জনপ্রিয়। কিটেন হিল, পাম্পস, কোন হিলের মত বিভিন্ন ক্যাটাগরির উঁচু জুতায় নিজেদের তুলে ধরেন ফ্যাশন সচেতন নারীরা। হিল ব্যবহারকারী নারীরা বলছেন, হাই হিল পরে নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী করেন তারা। আর হাঁটাও উপভোগ করেন তারা, যেটা ফ্লাট জুতা পরে করেন না।

ফ্যাশন অনুষঙ্গ হিসেবে প্রাধান্য পাওয়ায়, হাই হিলকে ঘিরে গড়ে উঠেছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ড। তবে মহামারিকালে গোটা পৃথিবীতেই ধস নামে এই ব্যবসায়। করোনা বিধিনিষেধ আরোপের ফলে দীর্ঘ লকডাউনে স্থবির হয়ে পড়ে গোটা বিশ্ব। সামাজিক অনুষ্ঠান বন্ধ হওয়া, হোম অফিসের মত বিধিনিষেধের কারণে স্বাভাবিকভাবেই চাহিদা কমতে থাকে উঁচু জুতার।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এনপিডির হিসাব অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে হাই হিলের ব্যবসায় ৫০ শতাংশ ধস নামে। তবে বর্তমানে মহামারির প্রকোপ কমে আসায় ফের নারীদের চাহিদার শীর্ষে হাই হিল। অ্যাকসেসরিস অ্যান্ড বিউটি নামক প্রতিষ্ঠানের ফ্যাশন ডিরেক্টর মারিসা গালান্তি ফ্রাঙ্ক বলেন, মহামারি আর আগের অবস্থায় নেই। মানুষ এখন বাইরে বের হচ্ছে। পার্টি ও নানা সানাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে। ফলে এখন আবার মেয়েদের কেনাকাটার তালিকার শীর্ষে রয়েছে হাই হিল।

জনপ্রিয় ফ্যাশন অনুষঙ্গ হলেও অনেক দেশে অফিস আদালতে নারী কর্মীদের হাই হিল পরা বাধ্যতামূলক। লিঙ্গ বৈষম্যমূলক এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদও হয়েছে অনেক দেশে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply