যুদ্ধাহত সেনাদের হাসপাতালে খোঁজখবর নিলেন জেলেনস্কি

|

যুদ্ধে আহত সেনাদের হাসপাতালে খোঁজখবর নিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শুক্রবার (১৪ অক্টোবর) ইউক্রেনের ডিফেন্ডার ডে উপলক্ষে কিয়েভের কেন্দ্রীয় সামরিক হাসপাতাল পরিদর্শনে যান। খবর রয়টার্সের।

এদিন প্রেসিডেন্ট হাসপাতালের সৈন্য এবং চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানান এবং রোগীদের প্রতি যত্নশীলদের সামরিক পুরষ্কার প্রদান করেন।

এর আগে, একই দিন জেলেনস্কি ডিফেন্ডার ডে’কে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দেন এবং রাশিয়ার বিরুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দেন। এসময় রাজধানী কিয়েভের বাইরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেনের কাছ থেকে যা কেড়ে নেয়া হয়েছে তা একদিন ফিরিয়ে দেয়া হবে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply