সাঁওতাল বিদ্রোহ দিবস আজ। দিনটির স্মরণে নানা কর্মসূচি পালন করবেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ।
১৮৫৫ সালের ৩০ জুন থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নামে সাঁওতাল জনগোষ্ঠী। ভূমিদস্যুদের থেকে নিজেদের সম্পদ রক্ষায় লড়াই করেছেন তারা। এই আন্দোলনে নেতৃত্ব দেয় সিধু, কানু, চাঁদ প্রমুখ। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিশের প্রবর্তিত চিরস্থায়ি বন্দোবস্তের ফলে তাদের উপর অত্যাচার বেড়ে গিয়েছিল। তাই সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা সোচ্চার হয়েছিল।
দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। ঐতিহাসিক এই দিনটি স্মরণ করে ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি আর কোটা সংরক্ষণের দাবি জানিয়েছেন সাঁওতাল জনগোষ্ঠীর নেতারা।
Leave a reply