বিশ্বব্যাংক থেকেও ঋণ পাবার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা

|

আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে ঋণ পাবার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। শনিবার (১২ নভেম্বর) সকালে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে এ সম্ভাবনার কথা জানান তারা।

তাতে পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, হুন্ডি কারবারীদের মোকাবেলা করে বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে হবে। এজন্য উদ্বুদ্ধমূলক কর্মসূচি হাতে নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ বলেন, অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিপদসীমা নির্ধারণ করা প্রয়োজন। এতে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ সহজ হবে। তিনি বাজারভিত্তিক, বৈদেশিক মুদ্রার মূল্য নির্ধারণের তাগিদ দেন। আরও বলেন, এতে আমদানি খরচ যাতে বেশি না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।

আলোচকরা এতে বলেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে অর্থনৈতিক নীতি কাঠামো তৈরি করা প্রয়োজন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply