স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মোট ২২৯ কেন্দ্রের প্রতিটিতেই ভোট অনুষ্ঠিত হচ্ছে ইভিএমে। সকালে আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে প্রথমবারের চেষ্টায় যান্ত্রিক ত্রুটির কারণে ভোট দিতে ব্যর্থ হন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তবে ত্রুটি সমাধানের পর ভোট দিতে সমর্থ হন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, এসব ত্রুটিপূর্ণ মেশিনে নির্বাচন হলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে।
এদিকে, নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। এ সময় তিনি ভোটের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে মোটরসাইকেল চলাচলের ওপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। নগরীর সীমানায় সংযোগ সড়কে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্র জানিয়েছে, এবারের সিটি নির্বাচনে ভোটার ও ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে। ২০১৭ সালে ১৯৩টি কেন্দ্র থাকলেও ৩৬টি বেড়ে হয়েছে ২২৯টি। এছাড়াও এবার স্থায়ী ভোট কক্ষ করা হয়েছে ১ হাজার ৩৪৯টি এবং অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ১৯৩টি। গত ২০১৭ সালের ভোটার সংখ্যার তুলনায় এবার ভোটার বেড়েছে ৩২ হাজার ৫৭৫ জন। গত বছর ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন ভোটার থাকলেও এবার ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জনে। এর মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০২ জন, মহিলা ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।
নির্বাচনে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া, হাত পাখা প্রতীকের ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, গোলাপ ফুল প্রতীকের খোরশেদ আলম খোকন, দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শফিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লতিফুর রহমান মিলন ও মেহেদী হাসান বণি মেয়র পদে এবং ১৭৮ জন সাধারণ এবং ৬৭ জন সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন নিরপেক্ষ, সুষ্ঠু, উৎসব মুখর ও মডেল নির্বাচন করতে চান তারা।
এএআর/ইউএইচ/
Leave a reply