ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের শতবার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

|

১৯২১ সালে বাংলা বিভাগের মাধ্যমেই যাত্রা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিভাগের শিক্ষার্থীরাই গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পালন করলো মিলনমেলার শতবার্ষিকী। এই আনন্দ উৎসবে যোগ দেন হাজারেরও বেশি সাবেক শিক্ষার্থী। ষাট, সত্তরোর্ধ্ব প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন এতে। তবে আনন্দ উদযাপনে বয়স কোনো বাধা হতে পারেনি।

এই বাংলা বিভাগে অধ্যয়নরত অবস্থায় কেউ অংশ নেন মুক্তিযুদ্ধে, কেউ আবার ৬৯ এর গণ-অভ্যুত্থানে। সকলেরই গর্ব তাদের বিভাগকে কেন্দ্র করে। তাদের আশা, চর্চা ও গবেষণার মাধ্যমে বাংলা ভাষা সারা বিশ্বে ছড়িয়ে যাবে।

বিভাগটির এক প্রাক্তন শিক্ষার্থী যেমনটা বলছিলেন, বাংলা বিভাগ মানে কলা ভবন। আর কলা ভবন থেকেই ভাষা আন্দোলনের সূত্রপাত।

এই আয়োজনের শুরু থেকেই সকলেই ব্যস্ত ছিলেন উপহার সংগ্রহ নিয়ে। প্রথম পর্ব শেষ হবার পরেই সকলে মেতে উঠেন আড্ডায়। তাতে কেউ বিশ-পঁচিশ বছর পর দেখা পেয়েছেন প্রিয় বন্ধুর। কেউ-বা আরও বেশি সময় পরে। কেউ কেউ আবার ফটোবোর্ডে বন্ধুর ছবি খুঁজে সময় পার করেছেন।

আয়োজনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের আশা, কেবল শতবর্ষ নয়; দুইশ, তিনশত বার্ষিকীও পালন করা হবে। ধারাবাহিকভাবে এমন উৎসব আয়োজনের পাশাপাশি বাংলা ভাষা নিয়ে গবেষণার প্রত্যয়ও ছিল তাদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply