চীনের নজরদারি বেলুন ইস্যুতে এবার মুখ খুললো জাপান

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

বেলুন কাণ্ডে চীন-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সম্পর্কে নতুন করে ঘি ঢাললো জাপান। এই মার্কিন মিত্র রাষ্ট্রটির দাবি, গত তিন বছর ধরেই তাদের আকাশসীমায় নজরদারি বেলুন পাঠাচ্ছে বেইজিং। এ কার্যক্রমের কড়া প্রতিবাদও জানিয়েছে তারা। এদিকে, মার্কিন আকাশে একের পর এক রহস্যজনক বস্তুর অনুপ্রবেশের ঘটনায় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।

চীনের রহস্যজনক উড়ন্ত বস্তু নিয়ে বেশ কিছুদিন ধরেই তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের পর এবার বেলুন নিয়ে সেই রাজনীতিতে যোগ দিলো জাপান। তাদের দাবি, ২০১৯ সাল থেকেই জাপানের আকাশসীমায় নজরদারি বেলুন পাঠাচ্ছে বেইজিং।

সম্প্রতি বেলুনকাণ্ডে চীন-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সম্পর্কের পর নিজেদের আকাশসীমায় রহস্যজনক বস্তুর অনুপ্রবেশকে গুরুত্ব সহকারে নিয়েছে টোকিও সরকার। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন বছরে চীনের তিনটি বেলুন জাপানের আকাশসীমায় প্রবেশ করেছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে কড়া প্রতিবাদও জানিয়েছে চীনের প্রতিবেশি দেশটি।

এ প্রসঙ্গে জাপানের ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেন, যাচাই-বাছাইয়ের পর জানতে পেরেছি বেলুন আকৃতির বস্তুগুলো চীনের। এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি আমরা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে চীনকে সে আহ্বানও জানিয়েছি। আমাদের আকাশসীমায় অন্য কোনো দেশের নজরদারি বেলুনের অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিত্রদের সাথেও এ বিষয়ে কাজ করতে চাই আমরা। এসব উড়ন্ত বেলুনের ওপর অতীতের চেয়ে আরও বেশি নজরদারি চালাতে চাই।

এদিকে, যুক্তরাষ্ট্রের আকাশে এক মাসেই চারবার রহস্যজনক বস্তুর অনুপ্রবেশে তীব্র সমালোচনার মুখে বাইডেন প্রশাসন। যদিও, সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।

সাম্প্রতিক এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন পিয়েরে বলেন, প্রেসিডেন্ট বাইডেন বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছেন। এ বিষয়ে তাকে নিয়মিত ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। আমরা যতোটা বেশি সম্ভব তথ্য প্রকাশ করছি। তবে, আমেরিকানদের বলবো, আপনারা আতঙ্কিত হবে না।

প্রসঙ্গত, জাপানে নজরদারির কাজে বেলুন পাঠানোর অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি চীন। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে বাড়াবাড়ি না করার আহ্বান বেইজিংয়ের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply