এইবার আর তামাশার নির্বাচন হতে দেয়া হবে না; ফখরুলের হুঁশিয়ারি

|

ফের পাতানো নির্বাচন আয়োজন করতে চায় আওয়ামী লীগ সরকার। এইবার আর কোনো তামাশার নির্বাচন হতে দেয়া হবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আয়োজিত পদযাত্রায় এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে না। তাই সবার আগে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সরকার দেশ চালাতে ও অর্থনৈতিক সংস্কারে ব্যর্থ হয়েছে। এটা বৈশ্বিক সমস্যার কারণে নয়, সরকারের দুর্নীতির কারণে অর্থনীতির এই অবস্থা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, দেশের মানুষ খাদ্যের অভাবে আছে। আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসায় গিয়ে ৪৬ পদের খাবার খাচ্ছেন। এটা দেশের মানুষের সাথে উপহাস ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ভোট দিতে পারলে সরকারকে টেনেহিঁচড়ে নামাবে জনগণ: ড. মোশাররফ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply