কোরিয়া উপসাগরে পারমাণবিক ডুবোজাহাজ পাঠাবে ওয়াশিংটন

|

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়াকে ঠেকাতে কোরিয়া উপসাগরে পারমাণিক ডুবোজাহাজ মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজন হলে সিউলকে পরমাণু অস্ত্র দেবে ওয়াশিংটন। খবর ভয়েস অফ আমেরিকা’র।

দ্বিপক্ষীয় সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের ওয়াশিংটন সফরে এ ঘোষণা আসে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বুধবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেন দু’দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইয়ুন সুক ইওল। পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দু’দেশের মধ্যে। চুক্তির নাম দেয়া হয়েছে ওয়াশিংটন ডিক্লারেশন। ।

যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর পরমাণু হামলা হলে তা মেনে নেয়া হবে না। কোরিয়ার হামলা ঠেকাতে শক্তিশালী ভূমিকা পালন করবে ওয়াশিংটন-সিউল চুক্তি। বিনিময়ে, নিজস্ব পরমাণু কর্মসূচি উন্নয়ন না করার অঙ্গীকার করেছে দক্ষিণ কোরিয়া।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply