রাজধানীতে বর্জ্য অপসারণে কাজ করছে ১৪ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী

|

রাজধানীতে বর্জ্য অপসারণে এবার মাঠে কাজ করছে চৌদ্দ হাজারেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী। ঢাকার দুই সিটি করপোরেশনই দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের কাজটি করে আসছে। দক্ষিণের মেয়র সাঈদ খোকন জানালেন, কোরবানির বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তবে নগরবাসিকেও দায়িত্ব নিয়ে নিজ এলাকা দূষণমূক্ত রাখতে এগিয়ে আসার আহবান জানালেন তিনি।

দুই সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী রাজধানীতে এবার কোরবানি দেয়া হয়েছে ৫ লক্ষাধিক পশু। জবাইয়ের জন্য ১ হাজার ১৬৩টি স্থান নির্ধারণ করে দিয়ে উন্মুক্ত স্থানে পশু কোরবানি না দেয়ার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা চালায় করপোরেশন। এখন কোরবানিতে সৃষ্টি ময়লা আবর্জনা দ্রুততম সময়ের মধ্যে পরিস্কার করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে তারা।

পশু কোরবানি থেকে প্রায় ২৫ হাজার টন বর্জ্য তৈরি হয়। ২৪ ঘন্টার মধ্যে বিপুল এই বর্জ্য পরিস্কার করার ঘোষণা দিয়ে মাঠে আছে প্রায় ১৪ হাজারের মত পরিচ্ছন্নতাকর্মী। অতীতে এইসব বর্জ্য অপসারণে দুই থেকে তিন দিন লেগে যেতো।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply