৮ বছর পর ইয়েমেনের রাজধানী থেকে সরাসরি সৌদি আরবে চালু হলো বিমান চলাচল। শনিবার (১৭ জুন) সানা থেকে ২৭০ হজযাত্রীকে নিয়ে জেদ্দা’র বাদশাহ্ আবদুল আজিজ এয়ারপোর্টে নামে ইয়েমেনি এয়ারওয়েজের একটি ফ্লাইট। হজযাত্রীদের অভিমত, অর্ন্তকোন্দল থামানোর সময় এসেছে। হুদি নেতৃত্বাধীন প্রশাসনও বলছে, সৌদি নিষেধাজ্ঞার কবলে পড়ে ভুগেছেন সাধারণ ইয়েমেনিরা। খবর মিডল ইস্ট আইয়ের।
২০১৪ সাল থেকেই ইয়েমেনে চলছে যুদ্ধ। পরের বছর হুতি বিদ্রোহীদের নির্মূলে ময়দানে নামে সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক জোট। তুমুল লড়াইয়ে ধ্বংস হয় রাজধানী সানা’র আন্তর্জাতিক বিমানবন্দর’সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা।
অবশ্য রাতারাতি পরিবর্তন হয়নি এ পরিস্থিতির। ২০২২ সালের শুরু থেকেই এয়ারপোর্টটি সংস্কারের পর, ত্রাণ সহযোগিতা সরবরাহের জন্য ব্যবহার করছিলো জাতিসংঘ। পরে মে মাস থেকে সপ্তাহে একদিন জর্ডানে ওড়ে একটি বাণিজ্যিক ফ্লাইট। পরিস্থিতি উন্নয়নে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রয়াস এমন দাবি হুতি প্রশাসনের।
জাতিসংঘের হিসাব অনুসারে, ২০১৪ সালে ইয়েমেনে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু দুর্ভিক্ষ আর অনাহারেই ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত ৪০ লাখের বেশি ইয়েমেনি।
এটিএম/
Leave a reply