তাইওয়ানে অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা চীনের

|

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীন। শুক্রবার (৩০ জুন) নিয়মিত বিফ্রিংয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানায় শি জিনপিং প্রশাসন। বিরোধীতা জানানো হয় ওয়াশিংটন-তাইপে ক্রমবর্ধমান সামরিক সম্পর্কেরও। খবর এনবিসির।

ব্রিফিংয়ে চীন জানায়, যুক্তরাষ্ট্র আর তাইওয়ানের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট হবে। এর আগে গত বৃহস্পতিবার তাইওয়ানের কাছে ৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয় পেন্টাগন। পরদিনই পাল্টা জবাবে তাইওয়ানের আকাশসীমায় ২৪টি যুদ্ধবিমান পাঠায় চীন।

এ নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, যুক্তরাষ্ট্র-তাইয়ানের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক এবং অস্ত্র বিক্রির সিদ্ধান্তের বিষয়ে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। এক চীন নীতিমালা এবং তিনটি যৌথ ঘোষণাপত্রের বিধান মেনে ওয়াশিংটনের অস্ত্র বিক্রি বন্ধ করা উচিত। তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরি এবং স্থিতাবস্থায় বিঘ্ন ঘটানো বন্ধ করুন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply