চট্টগ্রামে পূরণ হয়নি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, লোকসানের শঙ্কা

|

এবার চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ঘাটতি প্রায় ১ লাখ পিসেরও বেশি। এজন্য পশু বেচাকেনা কম হওয়াসহ বেশকিছু কারণ বলছেন আড়তদাররা। সংগৃহীত চামড়া ন্যায্যমূল্যে বিক্রি করা নিয়েও সংশয়ে তারা। তাকিয়ে আছেন ট্যানারি মালিকদের দিকে।

চট্টগ্রামে পশুর চামড়ার একমাত্র আড়ত আতুরার ডিপো এলাকায়। মৌসুমি সংগ্রহকারী এবং বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার সংগৃহীত চামড়া কেনেন আড়তদাররা, পরে বিক্রি করেন ঢাকার ট্যানারি মালিকদের কাছে। এখন চলছে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজ।

এ বছর চট্টগ্রামে ৪ লাখ পিস লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ২ লাখ ২০ হাজার পিস। আরও কিছু রয়ে গেছে উপজেলা পর্যায়ে।

চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদার সমিতির সহ-সভাপতি আবদুল কাদের বলেন, একটি চামড়াও আমরা নষ্ট হতে দেইনি। যত চামড়া এসছে সবগুলো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতে সক্ষম হয়েছি।

এদিকে কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি মুসলিম উদ্দিন বলেন, এবার গরুর দাম বেশি ছিল, মানুষের হাতের অবস্থাও খারাপ। সবাই কোরবানি দিতে পারেনি। এ জন্য চামড়ার সংখ্যা কম হয়েছে।

চামড়া যা সংগ্রহ হয়েছে, তা নিয়েও স্বস্তিতে নেই আড়তদারদের। ট্যানারি মালিকরা ন্যায্য দাম না দিলে লোকসানের শঙ্কায় তারা। গত কোরবানি ঈদে চট্টগ্রামে সংগৃহীত হয়েছিল সাড়ে তিন লাখ পিস চামড়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply