২০২৩’এর জুলাই স্মরণকালের উষ্ণতম মাস

|

এ বছরের জুলাই সবচেয়ে উষ্ণতম মাস। ছবি: রয়টার্স

১ লাখ ২০ হাজার বছরের মধ্যে চলতি জুলাই উষ্ণতম মাস। বৃহস্পতিবার (২৭ জুলাই) এ দাবি করেন জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানীরা। খবর রয়টার্সের।

বিশ্লেষণে দেখা গেছে, জুলাইয়ে বৈশ্বিক তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। এ মাসের গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৭৪ বছরের পর্যবেক্ষণ থেকে প্রতিবেদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। তারা জানায়, ২০১৯ সালের তুলনায় চলতি জুলাই মাস কমপক্ষে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হবে।

গবেষকরা বলছেন, যতোই জীবাশ্ব জ্বালানি পোড়ানো হবে, ধরিত্রী ততোই উষ্ণতা ছড়াবে। সাধারণত দক্ষিণ গোলার্ধের শীতসহ এ মাসের গড় তাপমাত্রা থাকে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, চলতি জুলাইয়ে তাপমাত্রা পৌঁছেছে ১৭ ডিগ্রি সেলিসিয়াসের কাছাকাছি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ভাষ্য, উষ্ণতা থেকে ফুটন্ত জলবায়ুর যুগে প্রবেশ করেছে বিশ্ব। নিঃশ্বাস নেয়ার অযোগ্য হয়ে উঠছে বায়ু।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply