জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া সংকট উত্তরণে ১০০ বছরের কর্মপরিকল্পনা অনুমোদন দিলো জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। ডেল্টা প্লান বা ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা’ নামের এই কর্মযজ্ঞ বাস্তবায়নে ২০৩০ সাল নাগাদ প্রয়োজন দুই লাখ ৯৭ হাজার কোটি টাকা।
এক্ষেত্রে মোট অর্থায়নের ৮০ ভাগ দেবে সরকার, বাকি ২০ ভাগের যোগান দেবে বেসরকারি খাত।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এই কর্মপরিকল্পনা অনুমোদন পায়।
পরিকল্পনামন্ত্রী জানায়, পরিকল্পনার জন্য গঠন করা হবে ডেল্টা নলেজ ব্যাংক। নেদারল্যান্ডসের অভিজ্ঞতার আলোকে এই নলেজ ব্যাংক গড়ে তোলা হচ্ছে। এটি গড়ে তুলবে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ।
তিনটি উদ্দেশ্যে এই জ্ঞান কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ডেল্টা ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গতি এবং প্রাসঙ্গিকতা যাচাই করা হবে ৩ থেকে ৫ বছর পর পর। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ৬টি হটস্পট চিহ্নত করা হয়েছে ব-দ্বীপ পরিকল্পনায়। এসব হটস্পটে ৩৩ ধরনের চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলো সমাধানে কৌশল নির্ধারণ করা হয়েছে।
Leave a reply