বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হচ্ছে

|

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর বিতর্কিত ধারাগুলো সংশোধন করে নতুন আইন করা হচ্ছে। নতুন আইনের নাম রাখা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে যমুনা নিউজকে মুঠোফোনে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ডিএসএ এর ধারা ও নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইন ২০২৩ দ্বারা ডিজিটাল নিরাপত্তা আইন প্রতিস্থাপিত হবে। সাইবার নিরাপত্তা আইনটি ডিএসএ থেকে যুগোপযোগী হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

২০১৮ সালে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনটি শুরু থেকেই বাতিল করার জন্য বিভিন্ন মহল দাবি তুলে। বিশেষ করে আইনটির ৫৭ ধারা দেশে-বিদেশে সমালোচিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে আইনটি বাতিলের দাবি জানিয়ে এসেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

এর আগে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে।

/এম ই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply