উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অনাস্থা ইস্যুতে আজ বক্তব্য দেবেন মোদি

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে তৃতীয় দিনের মতো বিতর্ক চলছে ভারতের পার্লামেন্টে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে মনিপুর সহিংসতা ইস্যুতে বিরোধীদের জবাব দিবেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

এদিন, ১২টায় অধিবেশন শুরুর পরই, বিরোধীদের হট্টগোলের জেরে সাময়িকভাবে অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার। উদ্বোধনী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রথমেই তিনি কটাক্ষ করেন, ‘গরিবী হঠাও’ স্লোগান দিলেও; বিরোধীদের এক দশকের শাসনামলে দেখা যায়নি দারিদ্র্য বিমোচন। তাছাড়া, নবগঠিত জোট নিয়েও কৌতুক করেন তিনি।

সীতারমন বলেন, নতুন মোড়কেই পুরানো নীতি নিয়ে এসেছে বিরোধীরা। কারণ, বিভিন্ন রাজ্যে জোট সরকার গড়লেও; তাদের মধ্যে নেই সদ্ভাব। অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ওয়াক-আউট করেন বিরোধীরা।

জানা গেছে, শনিবার বিকেলে মনিপুর ইস্যুতে পার্লামেন্টে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেটির কৌশল নির্ধারণে আজ সকালেই শীর্ষ ৪ মন্ত্রীর সাথে তিনি রূদ্ধদ্বার বৈঠক করেন মোদি।

এ প্রসঙ্গে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, আইএনডিআইএ- উদ্ভট এক জোটের নাম। ইউপিএ’র পরিবারতন্ত্র, দুর্নীতি আর স্বজনপ্রীতিকেই নতুন মোড়কে উপস্থাপন করলো বিরোধীরা। দেখুন না, পাঞ্জাবে- কংগ্রেস আর আম আদমির বিরোধ। পশ্চিমবঙ্গে- তৃণমূল, বামপন্থী আর কংগ্রেসের দ্বন্দ্ব। কেরালায় লড়ছে বাম ও কংগ্রেসরা।

আবার- জম্মু কাশ্মিরে জোটের নামে কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস আর পিডিপি’র মাঝে ফাটল। বোঝা মুশকিল, তারা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করছেন নাকি পরস্পরকে বিরুদ্ধে লড়ছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply